২১ ফেব্রুয়ারী ২০২০
২১ ফেব্রুয়ারী ২০২০ রাতের প্রথম প্রহর থেকে শহিদ মিনারের শৃঙলা রক্ষা ও সকলকে শহীদ দের স্মরনে ফুল দিতে সহায়তা করা এবং ২১ ফেব্রুয়ারী সকালে প্রভাত ফেরির আয়োজন করেছি। ২১ ফেব্রুয়ারী বিকেলে দায়িত্ব বাংলাদেশ পুলিশ এর হাতে অর্পণ করে আমরা শহীদ মিনার স্থল ত্যাগ করে করেছি।