১ম জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০১৯
Profile picture for user MD.TAZRIAN ALAM ALAMIN_1
Bangladesh

১ম জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০১৯

বাংলাদেশ স্কাউটস এর ইতিহাসে জায়গা করে নিয়ে প্রথম বারের মত আয়োজিত হল প্রথম জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০১৯। স্কাউট , রোভার , লিডার, অফিশিয়াল সহ প্রায় ৩৫০ জন অংশগ্রহণকারী ছিল। রোভার স্কাউট ও স্কাউট দের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম / চ্যালেঞ্জ এর ব্যবস্থা ছিল, যার নাম করন করা হয় "স্যাটেলাইট", এরকম ১০ টি স্যাটেলাইটের মাধ্যমে মুল জাম্বুরি কার্যক্রম সাজানো হয়। প্রসঙ্গত এই মুল জাম্বুরি তে অংশগ্রহণকারী সকলেই প্রাথমক পর্বে অনলাইন আবেদন, অনলাইন প্রতিযোগিতায় উর্তীন্ন হয়ে মুল পর্বে আসে।প্রায় ৬ হাজার অংশগ্রহণ কারি অনালাইন প্রতিযোগিতায় অংশ নেয় । অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি দের মধ্যে উর্তীন্ন সকলেই সার্টিফিকেট ও জাম্বুরি ব্যাজ পায়।
Started Ended
Number of participants
500
Service hours
12000
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Partnerships
Growth
SDGS

Share via

Share