১ ম জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০১৯ সেচ্ছাসেবক ব্যবস্থাপনা বিভাগ
" ICT in scouting for achieving SDGs " থীমে গত ১৭-১৯ জুন ২০১৯ তারিখে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক , গাজীপুরে অনুষ্ঠিত হয়ে গেল " ১ ম জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী -২০১৯ । সর্বমােট ২৬০+ স্কাউট রােভার স্কাউট , অ্যাডাল্ট লিডার , কর্মকর্তা ও সেচ্ছাসেবক এতে অংশগ্রহন করে । এর মধ্যে সেচ্ছাসেবক হিসেবে আমি সহ ১৫ জন অংশগ্রহন করে । জাম্বুরীর মূল উদ্দেশ্য ছিল স্কাউট ও রােভারদের আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ও এর প্রতিফলন ঘটিয়ে ব্যক্তি জীবনে । এর প্রভাব বাস্তবায়িত করা ও আধুনিক বিশ্বে তথ্য প্রযুক্তির এই যুগে নিজেকে উন্নত দেশের তাল মিলিয়ে চলতে যথাযথ যােগ্য করে তােলা এবং আইসিটি কে স্কাউটিং ব্যবহারের মাধ্যমে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গােল অর্জন । করা । আর উক্ত উদ্দেশ্য সফল ভাবে সম্পন্ন করতে যারা যারা অংশ নিয়েছিলাে তাদের সকল কাজে সকল ক্ষেত্রে সহযােগীতা করার জন্য আমরা ১৫ জন সেচ্ছাসেবক ছিলাম । বধ্যপরিকর । সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও সহযােগীতায় ১৯ জুন ২০১৯ তারিখ সফল ভাবে জাম্বুরীর সমাপ্তি ঘটে । #happy_scouting #quality_scouting scouts creating a Better World