তামাক নয় খাদ্য ফলাব,তামাকমুক্ত দেশ গড়ব
জাতীয় তামাক মুক্ত দিবস -২০২৩ । বাংলাদেশকে তামাক মুক্ত করতে সাস্থ্য মন্ত্রনালয় কতৃক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি মাননীয় মন্ত্রি মোঃ জাহেদ মালেক,এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়। তিনি সহ আরো অনেক গুনী বক্তাগণ ছিলেন। অনুষ্ঠানের মুল লক্ষ ছিল বাংলাদেশকে পুরোপুরি ভাবে তামাক মুক্ত করা,কেউ যাতে আর তামাক সেবন না করে তা প্রচার করা। যার পরিপক্ষিতে বাংলাদেশ স্কাউটস থেকে ভলিন্টিয়ার আহবান করেছে সাস্থ্য মন্ত্রনালয় এবং বাংলাদেশ স্কাউটস থেকে ১৫০ জন রোভার স্কাউটস অংশগ্রহণ করেছে। বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চল থেকে ২০ রোভার স্কাউট অংশগ্রহণ করেছে। 'Grow Food,Not Tobacco,Say no to Tobacco । 'তামাক নয়,খাদ্য ফলাব, তামাককে নাহ বলব'