Profile picture for user md romzan mia
Bangladesh

সুবর্ণ জয়ন্তী ডে ক্যাম্প রক্ত দান কর্মসূচি ২০২৪

||স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ||‌‌‌‌‌‌‌‌‌‌‌‌🩸💞 সুবর্ণ জয়ন্তী ডে ক্যাম্প রক্ত দান কর্মসূচি ২০২৪ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভারের সম্পাদক আব্দুস ছালাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ রোভার গ্রুপের গ্রুপ সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হোসেন এ এল টি এবং বিভিন্ন রোভার গ্রুপের গ্রুপ সম্পাদক । সুবর্ণজয়ন্তী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ২৭ জানুয়ারি, ২০২৪ ইং || রোভার স্কাউট প্রশিক্ষন কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুর। এই কর্মসূচিতে আমরা মোট ২০ জন স্বেচ্ছায় রক্তদান করেছি ।
Location
Topics
Health lifestyles
Youth Engagement
Youth Programme
SDGS

Share via

Share