
শরবত বিতরণ
তীব্র গরমে পথচারী থেকে শুরু করে রিস্কচালক সবার অসস্তি উঠে গেছিল। তখন দেখলাম এক গ্লাস ঠান্ডা পানির অভাব বোধ করেন।।। যা সবার শরীর এর শক্তি কে আবার ফিরিয়ে নিয়ে আসে, এবং পুন দমে কাজ করতে পারেন।।। সেই ভেবে আমরা পথচারী ও রিষ্কাচালক এর মধ্যে শরবত বিতরণ এর প্রকল্প টা শুরু করি।
আমিঃ সর্বপ্রথম আমার ইউনিট এর RSL স্যার কে উক্ত শরবত বিতরণ এর প্রকল্প টা প্রস্তাবিত করি। পরবর্তী তে স্যার আমাদের অনুমতি দেই। তখন আমরা আমাদের সকল রোভার স্কাউট মিলে বিশুদ্ধ পানি থেকে শুরু করে লেবু , ট্যাংক ,চিনি , সকল উপকরণ রেডি করি , এবং সকলে মিলে একত্র হয়ে সকলের মাঝে শরবত বিতরণ করে উক্ত প্রজেক্ট টা সম্পন্ন করি। আলহামদুলিল্লাহ্ আমরা সফল হয়েছিলাম
Location
Topics
Health lifestyles
Youth Engagement
Inner peace and spirituality
SDGS