
স্কাউট ওন ( Scouts Own )
আসসালামু আলাইকুম (সকলের উপর শান্তি বর্ষিত হোক),
আশাকরি সুস্থতার সহিত ভালো আছেন এবং পরিবারের সকলকে নিয়ে নিরাপদেই ঘড়ে অবস্থান করছেন।
এই করোনা ক্রান্তিকালীন সময়ে আমরা সবাই সবার ধর্মের প্রতি সম্মান বজায় রেখে নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করে চলছি।
তারই ধারাবাহিকতায় 'শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ' -এর আয়োজন স্কাউটের সবচেয়ে ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান "স্কাউটস ওন" আজ ১১/০৫/২১(মঙ্গলবার), সকাল ১১ঃ০০মিনিটে অনলাইন (zoom) প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
"স্কাউটস ওন" হচ্ছে স্কাউট আন্দোলনের একটি একান্ত নিজস্ব অনুষ্ঠান। তবে এটি কোন ধর্মীয় অনুষ্ঠানের বিকল্প নয়। এই অনুষ্ঠানে উপস্থিত সকলকেই তার নিজ নিজ ধর্মের পোশাক পরিধান করে সমবেত হতে হয়।
Location
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Partnerships
Communications and Scouting Profile
SDGS