Profile picture for user mahafuj369
Bangladesh

সচেতনতা মূলক ক্যাম্পেইন

আজকের দিনটি ছিল সেবার, দায়িত্ববোধের এবং সমাজ পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়! আমরা স্কাউট সদস্যরা আজ আমাদের এলাকার মানুষদের সচেতন করতে আয়োজন করি একটি সচেতনতামূলক ক্যাম্পেইন। সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার পাশাপাশি পরিবেশ সচেতনতা, স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, এবং নাগরিক দায়িত্ব নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করি। স্কাউট মানেই সেবার ব্রত। আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই পারে বড় পরিবর্তন আনতে। তাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি একটি সচেতন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে। স্কাউটিং আমাদের শিখিয়েছে—নিজেকে গড়ো, সমাজকে বদলাও। আমাদের আজকের প্রচেষ্টাকে সফল করতে যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। চলুন, সকলে মিলে একটি দায়িত্বশীল আগামী গড়ি।
Location
Topics
Better Choice
SDGS

Share via

Share