রোভার স্কাউটদের সেবাদান কার্যক্রমের উদ্বোধনী-২২
৩ জুন ২০২২, শুক্রবার, বিকাল ৩.০০ ঘটিকায় আশকোনাস্থ হজ্জ ক্যাম্পে হজ্জ যাত্রীদের জন্য রোভার স্কাউটদের সেবাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: ফরিদুল হক খান, এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, প্রধান স্কাউট ব্যক্তিত্ব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, এনডিসি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ( সমাজ ও স্বাস্থ্য) কাজী নাজমূল হক।
উক্ত প্রোগ্রামে টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ - এর ৬ জন রোভার ও ১ জন গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন।