 
রোভার প্রোগ্রাম বাস্তবায়ন কৌশল -২০২৩
বাংলাদেশ স্কাউটস এর প্রকাশিত নতুন রোভার প্রোগ্রাম সম্পর্কে সিনিয়র রোভার মেট ও রোভার মেট দের অবহিত করনের জন্য এ প্রোগ্রামের আয়োজন করা হয়।
গত ১৪ অক্টোবর গাজিপুর জেলা রোভারের আয়োজনে নতুন রোভার প্রোগ্রাম সম্পর্কে অবহিত করন ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপস এ আয়োজন করা হয় এবং উক্ত অনুষ্ঠানে গাজিপুর জেলা রোভারের কমিশনার সহ নির্বাহী কমিটির সদস্য, প্রশিক্ষক এবং প্রায় ১০০ জন বিভিন্ন ইউনিট থেকে সিনিয়র রোভার মেট ও গার্ল-ইন রোভার মেট অংশ নেয়।
এর মাধ্যমে রোভারিং এর গতি আরো বেগবান হবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন প্রোগ্রাম জেনে রোভাররা সঠিক ভাবে কাজ করতে পারবে।
নতুন প্রোগ্রাম সম্পর্কে ধারনা নিতে পারবে এবং নিজ নিজ ইউনিটের রোভকরদের শিখিয়ে প্রোগ্রাম বাস্তবায়নে অংশ নিতে পারব।
      
  
      Location
                  
              Topics
        Communications and Scouting Profile
              Good Governance
              Leadership
                SDGS
         
       
 
 
