Profile picture for user sifat ahmed
Bangladesh

রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি-২০২৪....

হাসি মুখে রক্ত দান হাসবে রোগী,বাঁচতে প্রাণ... আজ ১০ জুন ২০২৪ বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার এর উদ্যোগে ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। চান্দনা হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার এর সহ-সভাপতি ও টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। সোমবার সকালে চান্দনা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মীর মোহাম্মদ ফারুক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ সভাপতি প্রফেসর এমএ বারী, আঞ্চলিক উপ কমিশনার শরিফুল ইসলাম এএলটি, অধ্যক্ষ নূরুল আমীন এএলটি, মোজাজ্জল হোসেন এএলটি, এ্যাডভোকেট আনোয়ার হোসেন, মোঃ সাহাবুদ্দিন এএলটি, জুলহাস আহমেদ মোস্তফা জামান প্রমূখ। বক্তারা বলেন রক্তদান এখন আরকোন আতঙ্কের বিষয় নয়, বরং রক্তদান এক মহৎ কাজ। একব্যাগ রক্ত একজন রোগীর জীবন বাঁচাতে পারে। আর প্রতি ৪মাস অন্তর রক্তদান করলে রক্তদাতা উচ্চ রক্তচাপ, হৃদরোগ প্রভৃতি রোগ থেকে রক্ষা পায়।
Topics
Health lifestyles
Mental health
Youth Programme

Share via

Share