Profile picture for user wmdsolaiman@gmail.com
Bangladesh

পথচারী দের ইফতার বিতরণ

[1:18 am, 28/12/2023] MD Solaimam ( Walid ) 😇: মুসলমান দের সুবেহ সাদিকের পূর্ব হতে শুরু করে সূর্য অস্ত যাবার পূর্ব পর্যন্ত পানাহার হতে বিরত থাকা কে রোজা বা সিয়াম বলে। সিয়াম পালন করে সারাদিন না খেয়ে থেকেও কিছু কিছু ব্যাক্তিদের ইফতার করার সামর্থ্য থাকে না। তাই আমাদের ইচ্ছা ছিল সকলকে একবেলা ইফতার করানোর [1:21 am, 28/12/2023] MD Solaimam ( Walid ) 😇: আমি আমার স্কাউট বন্ধু দের সাথে নিয়ে একটা সেবা মূলক প্রতিষ্ঠান সচ্ছলতা অ্যাসোসিয়েশন আমাদের অর্থ প্রদান করেছিল। সে অর্থ সংগ্রহ করে আমরা আমাদের প্রকল্প কার্যকর করেছিলাম [1:25 am, 28/12/2023] MD Solaimam ( Walid ) 😇: স্কাউট সকলের বন্ধু। একজন এক বেলা পেট পুরে খেয়ে থাকবে আরেকজন না খেয়ে থাকবে এটা কখনোই কাম্য নয়। এ পাঠে এটাই শিখেছি যে, সকলে এক সাথে বসবাস করতে হবে এবং আসে পাশের গরীব প্রতিবেশীদের দিকে লক্ষ্য রাখতে হবে যাতে তারা কষ্টে না থাকে তাদের কে আমাদের সাধ্য মত সাহায্য করতে হবে
Location
Topics
Humanitarian action
Youth Engagement
Partnerships

Share via

Share