OIC Scouting for Better Environment 2021
Profile picture for user MD.BAPPY_1
Bangladesh

OIC Scouting for Better Environment 2021

‘OIC Scouting for Better Environment 2021” এর আন্তর্জাতিক ভার্চুয়াল কনফারেন্স প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এমপি,

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবিয়ার মাননীয় যুব মন্ত্রী ফাত্তল্লাহ আব্দুল লতিফ আল-জানী, মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরাম-এর সভাপতি, জনাব তাহা আয়হান;

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আহমদ রুসদী, চেয়ারম্যান, এশিয়া-প্যাসিফিক রিজিয়ন এবং জনাব মোঃ মাহবুব হোসেন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়

সভাপতিত্ব করেন ড. মোঃ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ও মাননীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশন। (২৭-০৫-২১)

আয়োজনে-

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ স্কাউট।

#OIC_Scout_Conference_for_Sustainable_Environment_2021

#BangladeshScouts #GEOASG #Air_Region

Topics
Youth Programme
SDGS

Share via

Share