নিরাপদ পানি পান ও বিশুদ্ধ করণ প্রকল্প

পানির অপচয় রোধ: পরিমিত পানি ব্যবহার করে গোসল করতে হবে। দাঁত ব্রাশ, রান্না ও খাবার তৈরি করার সময় পানির ট্যাপ চালিয়ে রাখা যাবে না। পানি ব্যবহারে সচেতনতা: যে উৎস থেকে মহল্লায় পানি সরবরাহ করা হয়, তা নিরাপদে পরিচালিত হয় কী না তার খোঁজ খবর রাখতে হবে। সুষম বণ্টন: মহল্লার সবাই যেন প্রয়োজনীয় নিরাপদ পানি পায় তা নিশ্চিত করতে হবে। নিরাপদ পয়োনিষ্কাশন: নিরাপদ পয়োনিষ্কাশন নিশ্চিত করতে বজ্র পরিবহনের জন্য পাইপ, সেপটিক ট্যাংক সচল রাখতে হবে।
Topics
Global Support Assessment Tool
Healthy Planet
Clean Energy

Share via

Share