না খাওয়া মানুষের পাশে দাঁড়ালো হিমাংশু কুমার দত্ত মেমোরিয়াল মুক্ত স্কাউট গ্রুপ
Profile picture for user protik_1
Bangladesh

না খাওয়া মানুষের পাশে দাঁড়ালো হিমাংশু কুমার দত্ত মেমোরিয়াল মুক্ত স্কাউট গ্রুপ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু পেতে পারে কি সহানুভূতি। কবির এই পঙ্কক্তি বাস্তবায়নে বাংলাদেশ স্কাউটস এর নির্দেশনা অনুযায়ী নাসিরনগরে হিমাংশু কুমার দত্ত মেমোরিয়াল মুক্ত স্কাউট গ্রুপ রাতের আধাঁরে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ২০ টি পরিবার কে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করে। প্রতীক দত্তের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এই খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র পেট্রোল লিডার আদিত্য মল্লিক যাদু , সিনিয়র সদস্য মো: রাকিব মিয়া, সোহেল মিয়া, শাহরিয়ার ইসলাম জিসান,হৃদয় মিয়া, নাইম হোসেন প্রমুখ।
Location
Topics
Youth Programme

Share via

Share