MoP কো-অর্ডিনেটরের বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ এ্যওয়ার্ড অর্জন

MoP কো-অর্ডিনেটরের বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ এ্যওয়ার্ড অর্জন

::::::"মেসেঞ্জার অফ পিছ" MoP কো-অর্ডিনেটর মোহাম্মদ আতিকুজ্জামানের বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র” অর্জন::::: গত (১১ অক্টোবর ২০১৫) বিকেল ৩.০০ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মোঃ আবদুল হামিদ কাউন্সিল সভার শুভ উদ্বোধন করেন ও অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউটার, স্কাউট ও রোভার স্কাউটদের মাঝে অ্যাওয়ার্ড বিতরণ করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস মোঃ আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য প্রদান করেন, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ড. মোঃ মোজাম্মেল হক খান। কাউন্সিল সভায় আমন্ত্রিত অতিথি, সম্মানিত কাউন্সিলর, স্কাউট ও স্কাউটার, অভিভাবকসহ প্রায় ৭০০ জন উপস্থিত ছিলেন। স্কাউটিংয়ে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট ৯ জন স্কাউটারকে বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র” এবং ১৭ জন স্কাউটারকে বাংলাদেশ স্কাউটস এর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড  “রৌপ্য ইলিশ” ও  ০২ জন রোভার স্কাউটকে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড এবং ১২২ জন স্কাউটকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। সুত্রঃ টাইম টাচ নিউজ...। সম্প্রতি, মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, জাতীয় উপ কমিশনার (আন্তর্জাতিক) বিশ্ব স্কাউট সংস্থার মেম্বারশীপ গ্রোথ টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। বিশ্ব স্কাউট কমিটি তাদের বিগত সভায় সর্বসম্মতক্রমে বিষয়টি চূড়ান্ত করে। তিনি 2017 সালে অনুষ্ঠিতব্য আজারবাইজানে 41তম বিশ্ব স্কাউট কনফারেন্স পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। বিশ্ব স্কাউট সংস্থার সেক্রেটারি জেনারেল স্কট টিয়ার একটি পত্রের মাধ্যমে তার এই নিয়োগ বাংলাদেশ স্কাউটস কে অবহিত করেন। বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার মহোদয় গত 21 ডিসেম্বর তার এই নিয়োগে সম্মতি প্রদান করেন।  তিনি বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উজ্জল নক্ষত্র এবং অনুকরনীয় একজন লিডার হিসেবে কাজ করে যাচ্ছেন.....।
Topics
Legacy BWF

Share via

Share