
কাউন্সিলর মহোদয় কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
৫ই অক্টোবর ২০২২ইং সুফিয়া দেওয়ান ওপেন স্কাউট গ্রুপের এর প্রতিটি সদস্যের প্রিয় মুখ, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় বন্ধু,৫৬ নাম্বার ওয়ার্ড,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ হোসেন মহোদয় কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। উক্ত স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফিয়া দেওয়ান ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ স্কাউট লিডার এবং ৫নং উপ-এলাকা সম্পাদক জনাব মোঃ শহিদুল ইসলাম স্যার আরও উপস্থিত ছিলেন গ্রুপ সম্পাদক জনাব আব্দুস সাত্তার স্যার এছাড়াও আরও উপস্থিত ছিলেন এস.আর.এম মোঃ সোহাগ হোসেন, এস.আর.এম (গার্ল ইউনিট) সুমাইয়া সিমি, এস.পি.এল (গার্ল ইউনিট) সাদিয়া রহমান রিয়া সহ স্কাউট ও গার্ল ইন স্কাউটের সদস্যবৃন্দ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ হোসেন মহোদয় কে ৫৬ নাম্বার ওয়ার্ডের বিভিন্ন সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রমে সুফিয়া দেওয়ান ওপেন স্কাউট গ্রুপের সদস্যদের অংশগ্রহণের সুযোগ দানের জন্য।
Location
Topics
Communications and Scouting Profile
Leadership
Youth Engagement
SDGS