কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স - ২০২৩
কাব স্কাউট বেসিক কোর্স এর মাধ্যমে একজন রোভার স্কাউট তার প্রোগ্রামের একটি অংশ শেষ করে এবং সেই সাথে কাব দলের সাথে সহকারি লিডার হিসাবে কাজ করার সক্ষমতা অর্জন করে । কাব দল পরিচালনার মাধ্যমে কাব স্কাউটদের স্কাউটিং এর প্রতি আগ্রহ জন্মানো এবং বিভিন্ন কাজ সম্পর্কে স্কাউটিং এর অভিজ্ঞতা অর্জনে সাহায্য করা যায় ।
ন্যাশানাল স্কাউট ট্রেইনিং সেন্টার গাজীপুরে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পূর্ণ হয় , উক্ত কোর্সে কোর্স লিডার এবং কাউন্সিলর মহোদয় এর মাধ্যমে সুন্দর ভাবে পরিচালনা করা হয় ।
কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পূর্ণ করার মাধ্যমে একজন রোভার কাব দল পরিচালনা করার সক্ষমতা অর্জন করে সহকারি লিডার হিসাবে ।
বেসিক কোর্সে মাধ্যমে কাব দল পরিচালনা করতে প্রয়োজনীয় সকল কাজ সম্পর্কে অবগতি হওয়া যায় এবং কাব দলের সম্পূর্ণ কাজ করার সক্ষমতা অর্জন করা যায় সহকারী লিডার হিসাবে ।