জোটা জোটি-২০২৩,

মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ থেকে, আমরা সকল স্কাউট সফলতার সাথে জোটা জুটি ২০২৩ এ অংশগ্রহণ করেছি | ২০ থেকে ২২ শে অক্টোবর ২০২৩, সকল স্কাউট বৃন্দ অতি প্রফুল্লতার সাথে তাদের সকল চ্যালেঞ্জ এ অংশগ্রহণ করেন | আমাদের ইউনিট লিডার জনাব 'হোসেন শরীফ আহমেদ আমাদের সকলকে কাজটি সম্পন্ন করতে উৎসাহিত করেন | আমরা সকল স্কাউট এই জাম্বুরিতে অংশগ্রহণ করে নিজেদের আত্ম উন্নয়ন ঘটাতে চেষ্টা করেছি| এই জাম্বুরির মাধ্যমে আমরা বিশ্বের স্কাউট বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি| জোটা জুটি ২০২৩ জাম্বুরি আমাদের বহু জীবনমুখী শিক্ষা দিয়েছে, যা স্কাউটদেরকে সবার থেকে এক কদম এগিয়ে থাকতে সহযোগিতা করবে।
Topics
Healthy Planet
Nature and Biodiversity
Clean Energy
Healthy Planet
Culture and heritage

Share via

Share