হজ্জ ক্যাম্প-২০২৩
২০২৩ হজ্জ কেম্পেন(আশকনা, ঢাকা) সেচ্ছা সেবক হিসাবে হাজিদের ২৪ ঘন্টা সেবা দানের উদ্দেশ্যে বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন আঞ্চল এর রোভারা সেবা প্রদান করে থাকে।
এখানে রোভারা ধাপে ধাপে সেবা প্রদান করে থাকে। হাজি দের প্রবেশ দার ও ডরমিটরিতে সেবা প্রদান ও তাদের ইমিগ্রেশন এর সাহায্য করে। এই সেবাদান কার্যক্রম চলে পুরো হজ্জ কেম্প চলাকলিন ৪০দিন। রোভারা হজ্জ কেম্প চলাকালিন হজ্জ কেম্পেই অবস্থান করে।
Location
Topics
Civic engagement
Communications and Scouting Profile
Interpersonal skills
SDGS