এটাস গ্যাদারিং ২০২৩

গত ২২শে ফেব্রুয়ারী, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক এ ৩২ তম এপিআর ও ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরী তে এটাস গ্যাদারিং এর আয়োজন করা হয়। উক্ত গ্যাদারিং এ সারাদেশ থেকে ৯০০ জন টপ এচিভার যোগদান করে একটি উৎসব মূখর পরিবেশ তৈরি করে। উক্ত অনুষ্টানে এটাস ওয়ার্ল্ড এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ এটাস এর প্রেসিডেন্ট সহ বাংলাদেশ স্কাউটস এর লিডার গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবার বক্তৃতা,আলোচনা, কুশল বিনিময় সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Location
Topics
Communications and Scouting Profile
Leadership
Youth Engagement

Share via

Share