দূর্নীতির বিরুদ্ধে রোভারিং
ঢাকা গাজীপুর এর জয়দেবপুর বংগতাজ অডিটোরিয়াম এ উদ্যাপিত হয় দুর্নীতি মুখ দেশ গরার লক্ষ নিয়ে গনশুনানি। উক্ত প্রোজেক্ট এর মুল লক্ষ ছিল দুর্নীতি করব না করতেও দিব না। এখানে সবাই তাদের অভিযোগ ব্যাক্ত করেন উক্ত প্রোজেক্ট এ প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ মাহবুব হোসেন (সচিব দূ,দ,ক) এবং মডারেটর ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান। উক্ত গণশুনানি তে আমরা গাজীপুর জেলা রোভার রা সেচ্ছাসেবী হয়ে কাজ করি এবং জনগন কে জগ্রত করার চেষ্টা করি দুর্নীতির বিরুদ্ধে।
উক্ত গণশুনানির এর ফলে সকলে এর ভয়াবহতা সম্পর্কে জানবে এবং নিজের মনের কথা বলবে। যে কোন রকম এর অভিযোগ ব্যাক্ত করা হয়েছে এ দিনে
এ থেকে সবাই দূর্নীতি মুক্ত দেশ করতে পারব এবং সকলকে সোচ্চার করতে পারব
Location
Topics
Humanitarian action
Inner peace and spirituality
Peacebuilding
SDGS