দিন ব্যাপি সমাজ উন্নয়ন, সমাজ সেবা কার্যক্রমl
ঈগলস ওপেন স্কাউট গ্রুপের দিন ব্যাপি সমাজ উন্নয়ন, সমাজ সেবা কার্যক্রমl স্থানঃ ইউনাইটেড স্কুল এন্ড কলেজ আটি, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা। ০৫ আগষ্ট ২০২২ শুক্রবার। সারা দিন ব্যাপি কর্মসূচিতে সকল রোভার, স্কাউটরা ইউনাইটেড স্কুল কলেজ মাঠে, এলাকায় আশেপাশে বাড়িতে ও কিছু স্কাউট, রোভারদের বাড়িতে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহন করি।🌳বেশ কিছু বৃক্ষ এলাকার মানুষে মাঝে বিতরন করি। 🧹পরিস্কার পরিছন্নতা কার্যক্রমে এলাকার মানুষদের মাঝে এডিস মশক সম্পর্কে সচেতনতা, লিফলেট বিতরন ও মশক নির্ধন করি।
Location
Topics
Healthy Planet
Leadership
Interpersonal skills
SDGS
Initiatives
Environment and Sustainability