Camp Of Glory: Season 5, Journey by Train
এই ট্রেন জার্নির মাধ্যমে ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপের রোভার এবং গার্ল ইন রোভাররা নতুন এক যাত্রার মাধ্যমে নিজেদের উপভোগ করেছে । ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপের প্রায় ৮০ জন রোভার এবং গার্ল ইন রোভার এই ক্যাম্পে অংশগ্রহণ করে সাথে গ্রুপের রোভার স্কাউট লিডারগন ।
এই ক্যাম্প সিলেট স্কাউট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয় প্রকৃতিঘেরা একটি ট্রেনিং সেন্টারে যেখানে রোভাররা নিজেরা ক্যাম্পে এসে আনন্দ করে এবং নতুন কিছু শিখতে পারে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে
Location
Topics
Youth Engagement
Youth Programme
Communications and Scouting Profile
SDGS