
বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন
বাংলাদেশ স্কাউট দিবস ২০২৩ উদযাপিত
‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই থিমকে নিয়ে আজ ৮ এপ্রিল দেশব্যাপী উদযাপিত হয়েছে ‘বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩’। দিবসটি উদযাপন উপলক্ষে দেশের স্কাউট ইউনিট, উপজেলা, জেলা, আঞ্চলিক স্কাউট ও জাতীয় সদর দফতর বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে। দিনের শুরুতে জাতীয় স্কাউট ভবনে সকাল ৮ -৩০ ঘটিকায় স্কাউট ও স্কাউটারদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান ও স্কাউট পতাকা উত্তোলন করেন ড. মোঃ শাহ কামাল। এসময় স্কাউটরা গ্র্যান্ড ইয়েল ও প্রার্থনা সংগীত পরিবেশন করেন। পতাকা উত্তোলন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, কোষাধ্যক্ষ ড. মোঃ শাহ কামাল ও জনাব মোঃ ফসিউল্লাহ, জাতীয় কমিশনার ( স্পেশাল ইভেন্টস) বাংলাদেশ স্কাউটস। এসময় অতিথিবৃন্দ ফেস্টুন, পায়না ও বেলুন অবমুক্ত করে স্কাউট দিবসের সূচনা করেন।
সকাল ১০-০০ ঘটিকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. দীপু মনি এমপি , মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি স্কাউট দিবসে সকল স্কাউটকে শুভেচ্ছা জানিয়ে বলেন, স্কাউটিং এর মূল কর্মকান্ড হচ্ছে শৈশব, কৈশোর থেকে পরোপকারী মানুষ গড়ে তোলা। স্কাউটিং যুব সমাজকে সামাজিক ব্যাধী থেকে দূরে রাখে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে দল খোলার ও সকল শিক্ষার্থীকে স্কাউট প্রশিক্ষণের আওতায় নির্দেশনা প্রদান করেছেন। বর্তমান নতুন শিক্ষানীতি হচ্ছে দক্ষ ও মানবিক মানুষ গড়ে তোলা। আর স্কাউটিং রয়েছে নতুন শিক্ষা নীতির মর্মবাণী।
বাংলাদেশ স্কাউটস প্রতি বছর ৮ এপ্রিল কে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। ২০২২ সালে প্রথমবারের মত দেশে উদযাপিত হয় ‘বাংলাদেশ স্কাউট দিবস’। তারই ধারাবাহিকতায় দেশের বর্তমান ও প্রাক্তন স্কাউট সদস্য, অভিভাবক, শুভানুধ্যায়ীগণ আজ দেশব্যাপী বর্ণাঢ্যভাবে দিবসটি উদযাপন করে
Location
Topics
Communications and Scouting Profile
Youth Programme
Peacebuilding
SDGS