বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন
"বাংলাদেশ স্কাউটস দিবস"- ১৯৭২ সালের ৮ ই এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সার্বিক সহযোগিতায় স্বাধীন বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম নব উদ্যোমে শুরু হয়। ২০২২ সালের ৮ই এপ্রিল স্বাধীন বাংলাদেশে স্কাউটিং এর ৫০ বছর পূর্ণ হয়েছে। 'বাংলাদেশ স্কাউটস দিবস' এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. দিপু মনি,এমপি,মাননীয় মন্ত্রী,শিক্ষা মমন্ত্রনালয়। এছাড়াও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি স্যার, প্রধান জাতীয় কমিশনার স্যার,জাতীয় কমিশনার(স্পেশাল ইভেন্ট) স্যার উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের থিম ছিল
-" প্রত্যেকে মোরা পরের তরে"
Location
Topics
Communications and Scouting Profile
Youth Engagement
Peacebuilding
SDGS