APR স্কাউট জাম্বুরি ২০২৩ খাদ্য ব্যবস্থাপনা সার্ভিস
সাবাস...শক্তির ফোয়ারা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজিপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে গত ১৯ -২৭ জানুয়ারী,০৯ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েগেছে ৩২তম এশিয়া -প্যাসেফিক ও ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরি ২০২৩। ক্ষুধা নিবারনের জন্য মানুষের খাবার গ্রহন করা অপরিহার্য। কিন্তু কথা হলো মানুষ প্রতিবেলায় যে খাবার খাচ্ছে তা সহজলভ্য ও নিরাপদ কিনাহ? নয় দিনের এই জাম্বুরিতে প্রথম ও সবচেয়ে বড় চ্যালেন্জ ছিলো এটি। জাম্বুরিতে ক্যাফে ম্যাফেকিং ও ক্যাফে ব্রাউন্সী নামে দুটি ক্যাফেটেরিয়া ছিলো। এতে করে জাম্বরিতে আগত সকল সেচ্ছাসেবক রোভার এবং লিডার রা সুন্দর ভাবে খাবার গ্রহন করেরে এবং সুস্থতার সহিত ক্যাম্প পরিচালনা করতে পেরেছছে এতে ক্যাম্পে অংশ গ্রহনকারীদের জন্য সুষম খাবার ও সেই খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে জাতীয় উপ কমিশনার মোহাম্মদ শাহীন এর নেতৃত্বে একটি ধৈর্যশীল ও দক্ষ টিম।দৈনিক ৫ বেলা খাবার তৈরি ও পরিবেশনে নিয়োজিত ছিলো। এতে নিরাপদ এবং সাস্থ্য কর খাবার নিশ্চিত হয়।