অনলাইন স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্প ২০২০
Profile picture for user MD.TAZRIAN ALAM ALAMIN_1
Bangladesh

অনলাইন স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্প ২০২০

ঢাকা জেলা নৌ স্কাউটস, অনলাইন স্কাউট ফ্রেন্ডশীপ ক্যাম্পিং ইভেন্ট-২০২০ ০৫-০৭ মে, ২০২০ নোভেল করোনা ভাইরাসের কারণে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে দীর্ঘদিন বাসায় অবস্থান করার ফলে সৃষ্ট মানসিক অবসন্নতা দূর করে কিছুটা আনন্দঘন স্মৃতিময় সময় কাটানোর উদ্দেশ্যে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা নৌ প্রথমবারের মতো "অনলাইন স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্পিং ইভেন্ট-২০২০" - এর আয়োজন করা হয় আমাদের এই ক্যাম্পে বাংলাদেশ স্কাউটসের সকল এড্যাল্ট লিডার, রোভার স্কাউট, স্কাউট, কাব স্কাউট এবং সাবেক স্কাউটগন অংশগ্রহণ করে। এই ক্যাম্পে ০৬ টি আকর্ষণীয় চ্যালেঞ্জ, যেগুলো প্রায় ০২ দিন ধরে উন্মুক্ত থাকে সকলের জন্য। যার যখন সুবিধা অংশগ্রহণ করতে পারে একটি বিশেষ সময়ে থাকে অনলাইন কুইজ। প্রোগ্রামঃ আমাদের এই ক্যাম্পে রয়েছিল ০৬ টি আকর্ষণীয় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ ১। বেস্ট ক্যাম্প মোমেন্টসঃ (Best Camp Moment) ২। যত প্যাঁচ তত গিঁটঃ (Knotting challenge ) ৩। কুইজ ও আর্ট কন্টেস্টঃ (Quiz & Art Contest) ৪। আকাশের ঠিকানায় চিঠি লেখ ৫। মাই স্কাউট স্কার্ফ এচিভমেন্টসঃ ( My scout scarf achievements) ৬। ধর্মীয় অনুশীলনঃ (Religious Practices)
Location
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Good Governance

Share via

Share