অঞ্চল পর্যায়ে জুম ক্লাউড এর মাধ্যমে শাপলা কাব মূল্যায়নে ছোট কাব শিশু দের সেবা দান
স্কাউট আন্দোলনের জনক স্যার রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল ১৯১৪ সালে স্কাউটিং এর প্রথম ধাপ কাবিং এর যাত্রা শুরু করেন।
একজন কাব দীক্ষা গ্রহনের মাধ্যমে তার ইউনিটের সদস্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর মূল লক্ষ্য হিসেবে নিজেকে সঠিক ভাবে গড়ে তোলা ও নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সংযমী হয়ে কাব এর শেষ্ঠত্ব অর্জনে কাজ করে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চল কতৃক আয়োজিত শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষার আয়োজন করেন। উক্ত পরীক্ষায় বাংলাদেশ স্কাউটস কামারখন্দ উপজেলার মৌমাছি মুক্ত কাব স্কাউট গ্রুপের সদস্য কাব মোঃ ইয়াফিস সানজান রাদ এবং কাব মোঃ মেহরাব হোসেন সহ বেলকুচি উপজেলা স্কাউট থেকে ২টি ইউনিট এর ১৩জন কাব সদস্য এবং ইউনিট লিডার ও রোভার স্কাউট সহ প্রায় ৩৫জন অংশগ্রহণ করেন।