আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি

"আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ি", এই শ্লোগানে ২২শে অক্টোবর ২০২৩ এ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। এ লক্ষে বিআরটিএ কতৃক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানে বাংলাদেশ স্কাউটস থেকে ২০০ জন স্কাউটস,রোভার স্কাউটস ও লিডারগণ অংশগ্রহণ করেন। এ আয়োজনের মুল লক্ষ হলো সড়ক পথে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা ও যুব সমাজের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা সৃষ্টি করা।উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর সদস্যগণ অংশগ্রহণ করে ভলিন্টিয়ার হিসেবে যাতে তাদের মাধ্যমে নিরাপদ যানবাহন চলাচলের সংবাদ সমাজের সকলের মাঝে ছড়িয়ে যায়।
Topics
Healthy Planet
Youth Engagement
Peacebuilding

Share via

Share