Profile picture for user mayen uddin raihan_1
Bangladesh

38তম প্রতিষ্ঠা বার্ষিকী (TSOASG)

টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ (প্রতিষ্ঠা সালঃ ০১/০৩/১৯৮৪) এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পুনর্মিলনী ২০২২ উপলক্ষে বিএএফ শাহীন হল, ঢাকা তে ২৮শে জুলাই ২০২২, রোজ বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও জাতীয় কমিশনার (উন্নয়ন), বাংলাদেশ স্কাউটস জনাব আখতারুজ জামান খাঁন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাজমুল হক নাজু, জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য); জনাব এম এম ফজলুল হক আরিফ, মহাপরিচালক, বিসিএস (ট্যাক্স) একাডেমি ও জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং); স্কোয়াড্রন লিডার এম শাহ আলম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চল। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান, উপ পরিচালক (উপ সচিব), গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস ও গ্রুপ কমিটির সদস্য টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ; জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, পরিচালক - কর্মসূচি ও পরিকল্পনা, ব্রেকিং দ্য সাইলেন্স ও গ্রুপ কমিটির সদস্য টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ; ফ্লাইট লেফটেন্যান্ট কাজী শফিকুল ইসলাম, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা এয়ার; জনাব মুহাম্মদ আবু সালেক, পরিচালক (স্পেশাল ইভেন্টস); বাংলাদেশ স্কাউটস; মোসাঃ মাহফুজা পারভীন, আঞ্চলিক পরিচালক (এয়ার, নৌ ও রেলওয়ে), বাংলাদেশ স্কাউটস; জনাব মোঃ মশিউর রহমান, উপ পরিচালক (বিধি), বাংলাদেশ স্কাউটস। সহ অত্র গ্রুপের গ্রুপ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ইউনিট লিডার, এবং টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ ও বিএএফ শাহীন কলেজ ঢাকা এয়ার স্কাউট গ্রুপ এর স্কাউট ও রোভার সদস্যরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার, এনডিসি, এলটি, সাবেক সচিব ও জাতীয় কমিশনার (বিধি),বাংলাদেশ স্কাউটস এবং সভাপতি, টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ। অনুষ্ঠানে ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্বরণিকা'র মোড়ক উন্মোচন করা হয় এবং ২০২০ সালে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে সংবর্ধনা ও গ্রুপের অন্যান্য স্কাউট এবং রোভার স্কাউটদেরকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। পরিশেষে গ্রুপের রোভার/স্কাউটদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। [উল্লেখ্য যে, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকার কথা ছিল জনাব মোঃ ফসিউল্লাহ, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ও জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস), বাংলাদেশ স্কাউটস; গ্রুপ ক্যাপ্টেন মোঃ আব্দুল আহাদ, বিপিএম, পিএসসি, জিডি(পি), অফিসার কমান্ডিং (প্রশাসন শাখা) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার ও কমিশনার, ঢাকা জেলা এয়ার স্কাউটস, কিন্তু সরকারি জরুরি কাজের কারণে তাঁরা অনুষ্ঠানে শেষ মূহুর্তে উপস্থিত হতে পারেন নি।]
Topics
Youth Programme
Youth Engagement

Share via

Share