১ম ইন্টারনেট জাম্বুরী ২০১৭
স্কাউট ও রোভার স্কাউটদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি সহ আধুনিক জ্ঞান বিজ্ঞানের কলাকৌশল অর্জনের লক্ষ্যে আগামী ০৮-০৯ জুলাই ২০১৭ শনিবার- ররিবার দেশব্যাপী জাতীয় ইন্টারনেট জাম্বুরী ২০১৭ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীগণ অনলাইনে https://www.bsnij.com ওয়েভসাইট এ প্রবেশ করে রেজিঃ সম্পন্নপূর্বক জাম্বুরীতে অংশগ্রহণ করবে। জাম্বুরীতে সফল অংশগ্রহণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারী অনলাইনে জাম্বুরী সার্টিফিকেট লাভ করবে। প্রথম জাতীয় ইন্টারনেট জাম্বুরীতে অংশগ্রহণের জন্য সকল স্কাউট ও রোভার স্কাউটগণকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আঞ্চলিক স্কাউটসের সার্বিক তত্ত্বাবধানে দেশের জেলা স্কাউটস, জেলা রোভার, উপজেলা স্কাউটস ও ইউনিট এর পরিচালনায় সুবিধাজনক স্থানে এই প্রোগ্রাম বাস্তবায়ন করা যাবে। এছাড়াও স্কাউট ও রোভার স্কাউটগণ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা বাসা থেকেও স্মার্ট ফোন, ল্যাপটপ ও কম্পিউটারের সাহায্যে ইন্টারনেট জাম্বুরীতে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় জাতীয় সদর দফতর, কাকরাইল, ঢাকায় বেইস ক্যাম্প হতে জাম্বুরীর কার্যক্রম মনিটরিং ও ০৮ জুলাই ১৭ তারিখ সকাল ১০-০০ টায় আনুষ্ঠানিকভাবে জাম্বুরী উদ্বোধন করা হবে।