Rovers of Sebabratee Mukta scout group, Rambling

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করলেন সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপের চারজন রোভার স্কাউট সদস্য। গত ১৬ই জানুয়ারি চট্টগ্রাম থেকে রওনা দিয়ে পর্যায়ক্রমে গাছবাড়িয়া, লোহাগড়া, চকোরিয়া ও রামু হয়ে আজ (২০ জানুয়ারি) কক্সবাজারের হিমছড়িতে তাদের এই পরিভ্রমণ শেষ হয়। এই পরিভ্রমণকারী দলের সদস্যরা হলেন তৌফিকুল আলম, মো: রায়হান রহমান, মুরাদ হোসাইন ও মঈন উদ্দীন হেলালী তৌহিদ। উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস এর রোভার স্কাউটদের প্রোগ্রাম অনুযায়ী পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা সাইকেলে ৫০০ বা নদীপথে ২৫০ কিলোমিটার পরিভ্রমণ করে পরিভ্রমণকারী ব্যাজ অর্জন করতে হয়। প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এওয়ার্ড অর্জনের জন্যে এই পরিভ্রমণকারী ব্যাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিভ্রমণকারী দলের দুই রোভার তৌফিকুল আলম ও মঈন উদ্দিন হেলালী তৌহিদ এর আগেই তাদের আরও গুরুত্বপূর্ণ অর্জনের স্বীকৃতি স্বরুপ প্রেসিডেন্ট’স স্কাউট এওয়ার্ড অর্জন করেছেন। পাঁচদিনের এই যাত্রায় তাদের সহযোগীতা করেন স্থানীয় স্কাউটস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Started Ended
Number of participants
4
Service hours
96
Topics
Youth Programme
Youth Engagement
SDGS

Share via

Share