রেলওয়ে যাত্রী সেবা ২০২৩

কর্মসূচিতে ছিল- Railsheba apps-এ আইডি খোলা, ট্রেনের সঠিক তথ্য প্রদান, কাউন্টারে নিয়ম মেনে টিকেট কাটা, বয়স্ক নতুন যাত্রীদের তাদের আসনে বসতে সহায়তা, ভ্রমনের বিষয়ে কিছু সতর্কতা মূলক কথা বার্তা এনাউন্সমেন্ট করা, স্টেশনে পরিষ্কার পরিচ্ছিন্নতা করা ইত্যাদি।
মানুষ এর ঈদ যাত্রা বিপদ মুক্ত, কষ্ট ছাড়া বিভিন্ন সুবিধা নিয়ে হবে। সুশাসন প্রতিষ্ঠা হবে
বাংলাদেশ রেলওয়ে DRM-Dhaka স্যার এবং বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক কমিশনার জনাব অসীম কুমার তালুকদার মহোদয়ের নির্দেশে বাংলাদেশ স্কাউটস,আখাউড়া রেলওয়ে জেলায় ঈদ যাত্রী সেবা এবং পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান। স্থান: আখাউড়া রেলওয়ে জংশন।কর্মসূচিতে ছিল- Railsheba apps-এ আইডি খোলা, ট্রেনের সঠিক তথ্য প্রদান, কাউন্টারে নিয়ম মেনে টিকেট কাটা, বয়স্ক নতুন যাত্রীদের তাদের আসনে বসতে সহায়তা, ভ্রমনের বিষয়ে কিছু সতর্কতা মূলক কথা বার্তা এনাউন্সমেন্ট করা, স্টেশনে পরিষ্কার পরিচ্ছিন্নতা করা ইত্যাদি।
আমার এবং এই প্রকল্পের অন্যান্য দলের সদস্যদের কাজের মাধ্যমে, রেলওয়ে যাত্রী শত শত মানুষ নিজেদের এবং তাদের জিনিসপত্রের জন্য বিভিন্ন তথ্য এবং নিরাপত্তা পেয়েছে। রেলওয়ে যাত্রী সেবা করার পাশাপাশি, আমরা অন্যান্য প্রতিরক্ষা বাহিনীকেও সহায়তা করেছি, যেমন পুলিশ, তাদের মিশনে।
Started Ended
Number of participants
1
Service hours
18
Beneficiaries
845
Location
Bangladesh
Topics
Clean Energy
Growth
Youth Programme

Share via

Share