প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ চ্যাম্পিয়ন পর্যায়ে
প্লাস্টিক টাইড টানার্র চ্যালেঞ্জ ব্যাজ :
পর্যায়ঃ চ্যাম্পিয়ন পর্যায়
ধাপঃ সমাজ সেবা ও সচেতনতাঃ
সঠিক স্থানে বর্জ্য অপসারণের লক্ষ্যে উৎসাহ প্রদান ও বাস্তবায়ন করা।
প্রতিষ্ঠান/ সংস্থা/ দোকান/ ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক পুনঃব্যবহার এবং প্লাস্টিক বিকল্প ব্যবহার করার বিষয়ে বাস্তবায়ন ও উৎসাহ প্রদান করা।
প্লাস্টিক টাইড টার্নার সম্পর্কে সচেতনতা কার্যক্রম করার লক্ষ্যে সহজে যোগাযোগ পদ্ধতি (পোস্টার/ ফ্লিচার্ট/ ভিউকার্ড/ লিফলেট ইত্যাদি) ধর্মীয় স্থান/ শিক্ষা প্রতিষ্ঠান/ স্থানীয় বাজার/ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার ও প্রদর্শন করা।
নামঃ মো মাসুদুর রহমান মাসুদ
ইউনিটঃ ছহিউদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউটস গ্রুপ
#PTTCBadgeBDScouts
#PTTCB
#PTTCBadgeWorldScouts
#PTTCBadgeBDScout