নগর পরিচ্ছন্নতা
ডেকাথলোন স্পোর্টস এর সহযোগিতায় উত্তরার বিএন এস সেন্টার এর পিছনের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করি নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপের রোভাররা। আমাদের সাথে কমিউনিটির বিভিন্ন লোকজন যুক্ত হয়ে পরিষ্কার কাজে অংশগ্রহণ করে। তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার প্রতিশ্রুতি দেয় আমাদের।