মুজিবর্ষ মাগুরা জেলা রোভার মেট কোর্স
মুজিবর্ষ উপলক্ষে রোভার মেট কোর্সের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলা রোভার,
সেখানে অংশগ্রহণ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভার ও গার্ল ইন রোভাররা,
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর মোট ১১ জন রোভার কোর্সটিতে অংশগ্রহণ করে রোভার মেট হওয়ার জন্য,
কোর্সটি ছিল ৫ দিনের (১ লা মার্চ থেকে ৫ ই মার্চ পর্যন্ত)।
মোঃ শিশির আহমেদ
সনদ নংঃ৩৪
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ।