জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২১
জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২১
বাংলাদেশ স্কাউটস,কক্সবাজার জেলা নৌ ।
২৮ মে ২০২১ কক্সবাজার জেলা নৌ স্কাউটস অনলাইন-এ ভার্চুয়াল জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ- ২০২১ সম্পন্ন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা নৌ স্কাউটস সচিব লে. এম হাসেম,এসডি. কম. বি.এন. এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ ইলিয়াস (উডব্যাজার), জেলা নৌ স্কাউট লিডার কক্সবাজার। এছাড়াও স্কাউট ও রোভার শাখার ইউনিট লিডার, সহ:ইউনিট লিডার গন এবং ২ জন রোভার (ছেলে/মেয়ে) যোগদান করেন। উক্ত সভায় অত্র জেলা নৌ স্কাউটস এর ২০২০-২০২১ অর্থবছরের বাস্তবায়িত প্রোগ্রাম সমূহ উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। একই সাথে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য প্রোগ্রাম পরিকল্পনা করা হয়। জেলা নৌ স্কাউটস এর সার্বিক উন্নয়ন এর জন্য আলোচনাপূর্বক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংগৃহিত হয়।