৪৩৮ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স - ২০২১
৪৩৮ তম কাব স্কাউট ইউনিট লিডার কোর্স - ২০২১
স্থানঃ-অঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লা।
তারিখঃ- ০১-০৬ এপ্রিল ২০২১ইং
ব্যবস্থাপনায়ঃ- বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চল।
উক্ত অ্যাডভান্সড কোর্সে টোটাল ৪৫ জন পার্টিচিপেন্ট সাফল্যের সাথে অংশগ্রহন করেন এবং ১০ স্টাফ তাদের সাথে থাকে। যদিও কোর্সটি ০৬ এপ্রিল পর্যন্ত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর প্রভাবের কারণে কোর্সটি ০৪ এপ্রিল পর্যন্ত হয়। এবং সবাই ০৪ এপ্রিল সকালে পতাকা উত্তোলন & সকালের নাস্তা শেষে যে যার যার বাড়ি চলে যায়।