শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৩
আমরা দেখতে পাই যে আমাদের মাঝে অনেক মানুষই বস্ত্রহীনতায় ভুগছে, তাদেরকে আমাদেরকেই কিন্তু সাহায্য করতে হবে, আমরা যদি তাদেরকে একটু সাহায্যের হাত বাড়াই। তাহলে তার জন্য আমরা একটি সোয়াব পাব আর আল্লাহ তাআলা গরিব মানুষদেরকে অনেক পছন্দ করেন। আল্লাহ তায়ালা গরিব মানুষদের জন্যই আমাদের রিজিক দান করে থাকেন। তাই আমরা একটু চাইলেই পারি যে গরিবদেরকে সাহায্য করতে। তাই সবাই এগিয়ে আসুন আর গরিবদেরকে সাহায্য করুন।
আমরা মূলত এই প্রোগ্রাম আমাদের স্কাউট থেকে শুরু করেছি, আমরা প্রথমে 04-01-2023 কম্বল কিনি আমাদের গুলিস্তানের ট্রেড সেন্টার থেকে, আমাদের এ রকম বল পিস হিসাবে নিয়েছিল 170 টাকা। আমরা তারপর কাল অর্থাৎ 5 তারিখ রাত আটটা য় আমাদের জায়গায় উপস্থিত হই, তারপর আমরা প্রথমেই যাই শহীদ মিনার শহীদ মিনার থেকে আমরা যাই, দোয়েল চত্বর এবং দোয়েল চত্বর থেকে লাস্টে শেখ হাসিনা বান ইনস্টিটিউটে যাই এবং ৫০ জনকে আমরা কম্বল বিতরণ কার্যক্রম সম্পূর্ণ করতে পারি।
আমরা আমাদের এই প্রোগ্রাম মিল্লাত উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ এবং ইয়ুথ,স ফাউন্ডেশন থেকে যৌথভাবে করি। এই প্রোগ্রামে আমাদের অনেক সদস্যি ছিল তার মধ্যে আমাদের স্কুল থেকে ছিল ৫ থেকে ৬ জন এবং আমাদের ফাউন্ডেশন থেকে ছিল ৯ জন
আমরা এখান থেকে শিখতে পারি যে গরিবদেরকে আমাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে। আর আমরা এই প্রোগ্রামের মাধ্যমে মানবিক হতে শিখি এবং আমাদের কে স্কাউট একজন সুনাগরিক এবং মানবতার সেবক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে বলে আমি মনে করি। আর এই প্রোগ্রামের মাধ্যমে অনেক শীতার্ত মানুষই একটি সহায়তা পায়। যা কিছুক্ষণের জন্য তার মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে সহায়তা করে।