শিক্ষা মানুষের মৌলিক অধিকার
শিক্ষা মানুষের মৌলিক অধিকারের মধ্যে থাকা সত্তেও, দৈনিন্দিন জীবনে অনেকেই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরা।
"আমাদের বিদ্যালয়" যা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মূল কার্যক্রম হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে "আমাদের বিদ্যালয়" এর সেচ্ছাসেবীরা কামরাঙ্গীরচরে অবস্থিত কামরাঙ্গীরচর কেন্দ্রীয় শহিদ মিনারে শিশুদের নিয়ে সপ্তাহে ৭দিন বিকেল ৪.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত শিশুদের শিক্ষা প্রদান করে।
"আমাদের বিদ্যালয়" বেশ কয়েক বছর ধরেই এই সমাজসেবা মূলক কাজ করছে, আমি তাদের খোঁজ পাই সামাজিক যোগাযোগ মাধ্যম হতে। তারপর তাদের সাথে যোগাযোগ করে, আমিও যুক্ত হয়ে যাই তাদের সাথে। এখান থেকে আমিও অনেক কিছু শিখেছি। যেমনঃ মানুষের জীবনের মূল্যবোধ, একজন সুবিধাবঞ্চিত শিশুরা কি কি অবস্থার সম্মুখীন হয় ইত্যাদি আরো অনেক কিছু শিক্ষা লাভ করেছি।