স্বাস্থ্যের প্রতি সচেতনতা
আমাদের চারপাশে এমন অনেক অনেক পরিবার আছে, যারা স্বাস্থ্য সচেতনতা কি? কিভাবে স্বাস্থ্যের যত্ন নিতে হয়, তারা তা জানে না। যার ফলে তারা নানা ভাবে রোগাক্রান্ত হয়ে থাকে। এই সকল পরিবারকে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ধারণা দেয়ার জন্যেই আমাদের এই প্রকল্পের আয়োজন করা হয়।
এই প্রকল্প শুরুতেই আমরা অসহায় শিশুদের নিয়ে একটি নির্ধারিত স্থানে যাই। আমি ও আমার ইউনিটের ১০ জন রোভার এই প্রকল্পে অংশগ্রহণ করে। আমরা এই প্রকল্পের মাধ্যমে শিশুদের সঠিক নিয়মে হাত ধোঁয়া, খাবার স্যালাইন বানানো, সুষম খাদ্য, ইত্যাদি সম্পর্কে ধারণা দেই।
আমাদের সকলকে স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে। এবং অপরকেও এই বিষয়ে জানাতে হবে। তবেই আমরা পরিবেশের ক্ষতিকারক রোগজীবাণু হতে, রক্ষা পেতে পারব।