পথশিশু স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ

প্রতিদিন চাষাড়া রেলস্টেশনে যাতায়াতের সময় আমরা দেখি, স্টেশনের পাশে অবস্থিত বস্তির ছোট ছোট বাচ্চারা খুব কষ্ট করে পড়াশোনা করছে। অনেকেই না খেয়ে স্কুলে আসে, কারো কারো খাবার কেনার সামর্থ্যই নেই। এই দৃশ্য আমাদের ভীষণ নাড়া দেয়। তাই তাদের মুখে একটু হাসি ফোটাতে এবং তাদের প্রেরণা দিতে আমরা এই খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করি।

আমরা “আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ”-এর সদস্যরা মিলে নিজস্ব তহবিল ও সহযোগীদের সহায়তায় এই কর্মসূচি আয়োজন করি। চাষাড়া রেলস্টেশনের পাশে অবস্থিত পথশিশু স্কুলে গিয়ে প্রায় ৫০ জন শিশুর মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করি। কিছু শিক্ষাসামগ্রীও দেওয়া হয়, যাতে তারা পড়াশোনায় উৎসাহ পায়। পুরো কার্যক্রমটি হাসিখুশি পরিবেশে সম্পন্ন হয় এবং শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়।

আমরা শিখেছি, সামান্য সহানুভূতিও বড় পরিবর্তন আনতে পারে। সমাজের পিছিয়ে থাকা মানুষদের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ। এই প্রজেক্ট আমাদের শেখায় শিক্ষা, ভালোবাসা, আর সহমর্মিতাই শিশুদের ভবিষ্যৎ বদলাতে পারে।

Number of participants
20
Service hours
40
Beneficiaries
50
Location
Bangladesh
Topics
Health lifestyles
Better Choice
Humanitarian action

Share via

Share