Profile picture for user hasanmahmudsohan
Bangladesh

লঞ্চ যাত্রী সেবা

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষে নদী বন্দর দিয়ে যাত্রী সাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নদী কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পাটুরিয়া লঞ্চ টার্মিনালে বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা রোভারের প্রথম দিনের কার্যক্রম। প্রথম দিন এই কার্যক্রমে অংশগ্রহন করে সরকারি দেবেন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপ। লঞ্চ যাত্রী সেবায় আমরা মোট কাজ করছি ৮ জন। এবং সকাল ৮ থেকে সন্ধা ৭ টা পর্যন্ত। এবং আমাদের এই কাজের মাধ্যমে সুবিধা পেয়েছে ৩০০ জন। এবং আমাদের সাথে ছিলো পুলিশ, ফায়ার সার্ভিসের লোক, আনসার বাহিনী। এবং আমরা তাদের যথাসম্ভব সেবা দিয়ে এসেছি। যাতে করে আমাদের মাধ্যমে তাদের উপকার হয়। যাতে করে তাদের কষ্টটা একটু কম হয়। আর মানুষের ভির থাকে এতে করে কারো কোন ক্ষতিগ্রস্ত না হওয়ায় এটা আমাদের দেখতে হয় যাতে করে তাদের কোন প্রবলেম না হয়।

১৯ এপ্রিল ২০২৩ তারিখ থেকে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও মানিকগঞ্জ জেলা পুলিশের সার্বিক তত্বাবধানে বি আই ডাব্লিউ টি এ ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা রোভার ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পাড়াপাড়ে পাটুরিয়া লঞ্চ ঘাটে সেবা প্রদান করে যাচ্ছে। এই কার্যক্রম পরিদর্শনে আসেন- ★জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পুলিশ সুপার, মানিকগঞ্জ। ★জনাব মোঃ জসিম উদ্দিন পুলিশ সুপার, ফরিদপুর নৌ অঞ্চল।

আমি এর মাধ্যমে শিখেছি কিভাবে মানুষের সাহায্য করতে পারি। আমাদের মাধ্যমে মানুষরা অনেকটা উপকৃত হয়। এবং কিভাবে কি করলে মানুষের একটু সহজ হবে যেমন মানুষের ব্যাগ উঠিয়ে দেওয়া, কোন লঞ্চটা ছারবে সেটা দেখিয়ে দেওয়া এগুলো করলে তাদের উপকার হবে। এটার মাধ্যমে সিখতে পেরেছি। 

Started Ended
Number of participants
8
Service hours
24
Beneficiaries
300
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Good Governance
Partnerships

Share via

Share