
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩
"নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি"-এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজন এবং UNICEF এর সহযোগিতায় ০৭ দেশব্যাপী পালিত হয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩
বাংলাদেশ রোভার,রাজশাহী জেলার প্রায় শতাধিক রোভার,রেড ক্রিসেন্ট ও UNICEF এর সদস্যরা ৭ দিন ব্যাপী(২৯ অক্টোবর হতে ০৪ নভেম্বর)পদ্মাঘেষা শহর রাজশাহীর প্রায় প্রতিটি এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরন সম্পন্ন করি।এতে শহরের অধিকাংশ মানুষ আমাদের কার্যক্রম দেখে অধিক সচেতন হয় এবং কাজের প্রশংসা করে।
"আতঙ্ক নয়,সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয় "