Profile picture for user rakib4500
Bangladesh

ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ

পরিভ্রমণে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ফুল,ফল ও নানান রকমের পাহাড়ি গাছ লাগাই। আমাদের পরিভ্রমণের থ্রিমটাই ছিল- ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ।

বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পূর্বে সেখানকার উপজেলা নির্বাহী অফিসার থেকে অনুমতি নিই এবং তিনিও আমাদের সাথে অংশগ্রহণ করেন।

এই প্রকল্প থেকে প্রায় ৫০০ মানুষ উপকৃত হয়েছে আমি মনে করি। আমরা যখন গাছ রোপন করি তখন গাছের আকার ছোট ছিল। ভবিষ্যতে এই গাছ বড় হলে মানুষ অক্সিজেন, ফুল, ফল ইত্যাদি গ্রহণ করতে পারবে।

গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে। ফুল,ফল, আসবাবপত্র বানানোর জন্য কাঠ পেয়ে থাকি। মানুষেকে এই বিষয়ে শর্ত করি অযথা গাছ কেঁটে যেন পরিবেশ দূষণ না করে। বয়স্ক মানুষের সাথে কথা বলে বিভিন্ন ঔষুধি গাছ সম্পর্কে জানি এবং ছোটদের এই বিষয়ে শিক্ষা দিই।

Started Ended
Number of participants
1
Service hours
30
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Youth Engagement
Youth Programme
Communications and Scouting Profile

Share via

Share