NPPC- News & Programme Presentation Course-2020

#NPPC2020 
#MediaTeam 
#PRPM#bdscouts

NPPC- News & Programme Presentation Course-2020 #NPPC2020 #MediaTeam #PRPM#bdscouts

সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স ২০২০ বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগের আয়োজনে ৪ দিন ব্যাপী অনলাইনে জুম প্লাটফর্ম এর মাধ্যমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত চারদিনের এই কোর্সে সারাদেশ থেকে অডিশনের মাধ্যমে বাছাইকৃত ৬৫ জন রোভার, গার্ল-ইন-রোভার ও ইয়াং অ্যাডাল্ট লিডার অংশগ্রহণ করেন কোর্সের সেশন পরিচালনা করেন কোর্স কোর্ডিনেটর জিএম ইফতেখার ইফতি ভাই,গোলাম সারোয়ার স্যার, এসএ টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার আশফাকুর রহমান আদনান ভাই এবং জাতীয় উপ-কমিশনার সালাহ উদ্দিন আহমেদ স্যার তাদের মূল্যবান সময়টুকু আজও দিয়েছেন আমাদের। আজকের সেশনে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আজকের সেশনের শেষ অংশে এসে আমাদের খুবই কষ্ট হচ্ছিল এই কয়টা দিন একসাথে থাকতে থাকতে আমরা একটা পরিবার হয়ে গিয়েছি। সবাইকে খুবই মিস করতেছি। পরিশেষে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগকে আমাকে এই কোর্সর যোগ্য প্রার্থী মনে করে সুযোগ প্রদানের জন্য। #NPPC2020 #MediaTeam #PRPM #BDScoutsp
Started Ended
Number of participants
65
Service hours
390
Topics
Youth Programme
Legacy BWF
Communications and Scouting Profile

Share via

Share