অাঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২১ ১ম দিন
আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপে পূর্ববর্তী আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপের সুপারিশমালা ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, ২০২০-২০২১ অর্থ বছরের জেলাসমূহের বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন, অঞ্চলের বিভিন্ন বিভাগের ২০২০-২০২১ অর্থ বছরের বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন এবং ২০২১-২০২২ অর্থ বছরের কর্মপরিকল্পনা (আঞ্চলিক কার্যালয় ও জেলাসমূহ) উপস্থাপন করা হবে।
এ বছরের মাল্টিপারপাস ওয়ার্কশপের থিম হচ্ছে ‘কোয়ালিটি লিডারশীপ ফর কোয়ালিটি স্কাউটিং’। ওয়ার্কশপের সকল আলোচনায় এই থিমকে গুরুত্ব দিয়ে সময়োপযোগী ও বাস্তবায়নযোগ্য সুপারিশ গ্রহণ করা হবে।
উক্ত অাঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপে বিশেষ স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন জনাব জামিল অাহমেদ এল.টি নির্বাহি সদস্য বাংলাদেশ স্কাউটস ও জাতীয় উপ কমিশনার এড্যাল্ট ইন স্কাউট। অাঞ্চলিক সচিব ইঃ কমান্ডার এম. অাশরাফুল অালম বি.এন সহ সকল জেলা নৌ স্কাউট সচিবগণ, জেলা কাব,স্কাউট ও রোভার লিডার সহ অন্যান্য লিডার গণ উপস্থিত ছিলেন। উল্লেখ যে, কক্সবাজার জেলা নৌ স্কাউটস্ হতে জেলা নৌ স্কাউট সচিব লে. এম এ হাসেম, এসডি. কম.(বিএন) এবং জেলা নৌ স্কাউট লিডার মোঃ ইলিয়াস, উডব্যাজার সহ মোট ৪ জন অংশগ্রহণ করেন।