Profile picture for user alseam_93
Bangladesh

বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৩ সবুজে সাজাই বাংলাদেশ

সবুজে সাজাই বাংলাদেশ। এই স্লোগানকে ধরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগ এ বৃক্ষ রোপন কর্মসূচি করি। গাছ মানুষের পরম বন্ধু। গাছ লাগালে পরিবেশ ও প্রকৃতি থাকে অনেক সুন্দর। গাছ আমাদের অক্সিজেন দেয় সেই অক্সিজেন এর দারায় আমরা বেচে থাকি। তাই আমাদের পরিবেশ রক্ষায় ও অক্সিজেন এর যেন কখনো ঘাটতি না হয় তাই জন্য অধিক হারে গাছ লাগাতে হবে। এবং অধিক হারে জনগনকে সচেতন করতে হবে গাছ লাগানোর জন্য। আমরা সকলেই পরিবেশ ও জলবায়ু রক্ষায় বেশি বেশি করে বৃক্ষ রোপন করব।

আমাদের এই বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি টি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ সম্পন্ন করি। সেখানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগ এ বৃক্ষ রোপন করা হয়। এবং সকলকে বেশি বেশি করে বৃক্ষ রোপন করার জন্য উদ্বুদ্ধ করা হয়। পরিবেশ ও জলবায়ু রক্ষায় আমাদের এই প্রজেক্ট আমরা বাস্তবায়ন করি।বেশি বেশি বৃক্ষ রোপন করব সকলেই।আমাদের এই বৃক্ষ রোপন কর্মসূচিতে আমরা ২৫ জন রোভার স্কাউট অংশগ্রহন করি এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করি। তারা সেই গাছ গুলো তাদের বাসা বাড়ির আশে পাশে রোপন করবে। এই বৃক্ষ গুলো পেয়ে অনেক আনন্দিত হয়।

এই প্রজেক্ট এর মাধ্যমে আমরা তাদের কে যে শিক্ষা দিচ্ছি তা হলো বর্তমানে বন জঙ্গল উজার করে কাটা হচ্ছে যার ফলে পরিবেশ এর অনেক ক্ষতি হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে যা আমাদের জন্য হুমকি সরূপ। আমাদের এই পরিবেশ ও জলবায়ু রক্ষায় কাজ করতে হবে। যার জন্য আমাদের উচিত অধিক হারে বৃক্ষ রোপন করা। তাই আমরা তাদের কে বলি পরিবেশ রক্ষায় আমরা বেশি বেশি করে বৃক্ষ রোপন করব। তাহলে আমাদের জলবায়ু ও পরিবেশ অনুকূলে থাকবে।এবং একটা সুন্দর পৃথিবী আমরা উপহার দিতে পারব সকলকে।

Number of participants
1
Service hours
6
Beneficiaries
400
Location
Bangladesh
Topics
Clean Energy
Healthy Planet
Nature and Biodiversity

Share via

Share