Profile picture for user rover_saifur
Bangladesh

ত্রান বিতরণ কর্মসূচি

আমাদের জেলার কিছু জায়গা আছে যেখানে ভাসমান মানুষ অবস্থান করে, জাগির ব্রিজের নিচে সেই মানুষ গুলো বাছাই করে আমরা ৬জন রোভার তাদের ২৪জন শিশুদের জন্য এক বেলা কিছু শুকনো খাবারের ব্যবস্থা করার পদক্ষেপ গ্রহন করি। এই কাজ আমরা ২দিন ব্যাপি করি এবং সকাল ১১টা থেকে বিকেল ৫টা অব্দি করি,

শিশুদের জন্য এই কাজের চিন্তা ভাবনা থেকেই আমরা কিছু রোভার মিলে কাজ শুরু করি, শুধু খাবার বিতরণ নয় আমরা শিশুদের মা বাবা দের কিছু স্বাস্থ্য সচেতনতা মূলক বার্তা ও প্রদান করি।

ভাসমান শিশুদের মাঝে এই আয়োজন এর মধ্য দিয়ে অন্যান্য দের উতসাহ করা এবং স্কাউটিং কার্যক্রম এর মাধ্যমে প্রতিদিন কারো না কারো উপকার করা যায়। এই কাজের মধ্যে দিয়ে কোনো প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়নি, সকলে খুব সুন্দর এবং উতসাহ নিয়ে কাজ টি করেছেন।

Number of participants
1
Service hours
6
Beneficiaries
24
Location
Bangladesh
Topics
Clean Energy
Good Governance
Mental health

Share via

Share